মাসুম খান,ঝালকাঠি প্রতিনিধি:
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ঝালকাঠিতে আয়োজিত পশুরহাট পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের বরিশাল রেঞ্জ ডিআইজি মো.আকতারুজ্জামান। রোববার বিকেল সারে ৪ টায় পৌর এলাকার বিকনা ষ্টেডিয়ামের সম্মুখে আয়োজিত পশুর হাট পরিদর্শনকালে ক্রেতা ও বিক্রেতাদের উদ্দেশ্যে ডিআইজি বলেন, করোনা ভাইরাসের ভয়াবহতা মাথায় রেখে হাটের কার্যক্রম চালাতে হবে। হাট এলাকায় আগতদের শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ইজারাদার কর্তৃপক্ষকে নির্দেশনা দেন তিনি। এসময় ডিআইজি’র সাথে কথা বলেন পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর তরুন কর্মকার এবং ১নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম জাকির। ইজারাদার এবং পৌরসভার পক্ষথেকে হাট এলাকায় আগতদের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত রাখার আশ্বাস দেন জন প্রতিনিধিরা। হাট পরিদর্শনকালে রেঞ্জ ডিআইজির সাথে উপস্থিত ছিলেন ঝালকাঠি পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার প্রশান্ত কুমাদে, ওসি মোঃ খলিলুর রহমান সহ পুলিশের অন্যন্য কর্মকর্তারা।