বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
তাপস মাহমুদ বরগুনা জেলা প্রতিনিধিঃ
মানব সেবায় ব্রত সেচ্ছাসেবী সংগঠন যুব রেড ক্রিসেন্ট সদস্য পুলিশের হাতে লাঞ্চিত হয়েছে। মায়ের সামনে নির্যাতনের শিকার হওয়ায় ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনা ঘটেছে আজ দুপুরে তালতলী স্বাস্থ্য কমপ্লেক্সে। তালতলী চাইনিজ প্রকল্প ক্যাম্পে কর্মরত জেলা পুলিশের কনষ্টবল আবু সাইদকে তালতলী স্বাস্থ্য কমপ্লেক্সে অতিরিক্ত দ্বায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল। জনৈক এক ব্যক্তি টিকা কার্ডটি ফটোকপি না করে লাইনে দাঁড়িয়ে ছিল। যুব রেড ক্রিসেন্ট সদস্যের বিষয়টি নজরে আসলে তাকে ফটোকপি করে নিয়ে আসতে বলে। কিছুক্ষণ পরে লোকটি হাসপাতালে ঢুকতে চাইলে পুলিশ সদস্য ঢুকতে বাধা প্রদান করে। এসময় তুহিন পুলিশ সদস্যের উদ্দেশ্যে বলেন তিনি আগেই লাইনেই ছিলেন তাকে ছেড়ে দিয়ে হাসপাতালে ঢুকতে দিতে অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে কনষ্টবল আবু সাইদ স্বেচ্ছাসেবক তুহিন কে এলোপাথাড়ি লাথি মেরে হাসপাতালের দেয়ালের সঙ্গে চেপে ধরেন এবং তার মারধরের আঘাতের ফলে তুহিনের আঙুল ভেঙ্গে যায়। এ ঘটনাটি টিকা নিতে আসা তুহিনের মায়ের সামনেই ঘটে। ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে বিভিন্ন সামাজিক সংগঠন এর নিন্দা জ্ঞাপন করে ফেসবুকে পোষ্ট দিতে থাকে। বরগুনা রেডক্রিসেন্টের কার্যকরী পরিষদের সদস্য মোঃ গোলাম কিবরিয়া পিন্টু বলেন, বরগুনাতে যুব রেডক্রিসেন্ট সদস্যরা করোনা শুরু হওয়ার পর থেকে লাশ দাপন থেকে সকল কার্যক্রমে নিঃস্বার্থ ভাবে নিরলশ কাজ করে আসছে জীবনের ঝুঁকি নিয়ে। এই ঘটনার সুষ্ঠুভাবে বিচার না হওয়া পযর্ন্ত জেলার তাদের সকল কর্মকান্ড বন্ধ থাকবে। এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামানের সঙ্গে সন্ধ্যায় ফোনে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন। এদিকে এই ঘটনা নিয়ে সকল রেডক্রিসেন্টের আজীবন ও সাধারন সদস্যদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেছে।