শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
রিপোর্ট:
বরিশাল নগরীর সরকারি বিএম কলেজ মসজিদ গেট সংলগ্ন হাজী জলিলউদ্দিন সড়কের দুটি বসত বাড়ীতে চুরি সংঘটিত হয়েছে। শনিবার দিবাগত রাতের কোন একসময় ওই সড়কের মনোয়ারা ম্যানসনে এ চুরি সংঘটিত হয়। খবর পেয়ে কোতয়ালী মডেল থানা পুশি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই ভবনের ভাড়াটিয়া ও বরিশাল সিটি কর্পোশেনের কর্মকর্তা কাজী মোয়াজ্জেম হোসেন জানান, স্ত্রীর চিকিৎসার জন্য শনিবার গ্রীন লাইনযোগে তিনি ঢাকা যান। গতকাল রবিবার তিনি ঢাকায় অবস্থানকালে জানতে পারেন গ্রিলকেটে বা অন্য কোনো উপায়ে দূর্বত্তরা তার ফাঁকা বাসায় ঢুকে বাসার মালামাল তছনছসহ নানাবিধ মালামাল নিয়ে যায়। ঢাকায় থাকার কারণে তিনি নির্দিষ্ট করে কি কি মালামাল খোয়া গেছে তা জানাতে পারেননি। দূর্বত্তরা ওই ভবনের মালিক মনোয়ারা বেগমের বসত ঘরেও হানা দিয়ে নগদ অর্থ ও স্বর্নালংকার নিয়ে গেছে বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, ওর আগেও দূর্বত্তরা ওই এলাকার বিভিন্ন বাড়ীতে হানা দিয়ে চুরি সংঘটিত করেছে । স্থানীয়রা চুরি রোধ কল্পে পুলিশী টহল আরো জোরদার করার অঅহবান জানিয়েছেন।