শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
বরিশাল:
বরিশাল মেট্রোপলিটন বন্দর (সাহেবেরহাট) থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. আসাদুজ্জামান। সোমবার এই পুলিশ কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। এর আগে রোববার রাতে বন্দর থানার বদলিকৃত ওসি আনোয়ার হোসেন তালুকদারকে আনুষ্ঠানিক ভাবে বিদায় দেওয়া হয়। তাকে বরিশাল রেঞ্জ পুলিশের সংযুক্ত করা হয়েছে। নতুন ওসি আসাদুজ্জামান এর আগে বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশে কর্মরত ছিলেন। এছাড়া বন্দর ও বিমানবন্দর থানা পুলিশেরও ওসি তদন্ত হিসেবে দায়িত্ব পালন করেন। চৌকশ এই পুলিশ কর্মকর্তাকে সোমবার রাতে বরণ করে নিয়েছে অপরাপর সদস্যগণ। তিনি কর্মস্থলে যোগদানের পর সকলের সহযোগিতা কামনা করেছেন। এদিকে বিমানবন্দর থানা পুলিশের ওসি তদন্ত ফয়সাল আহম্মেদকে কোতয়ালি মডেল থানা পুলিশে একই পদে সংযুক্ত করা হয়েছে। এই মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুউদ্দিন খানের আদেশক্রমে এই রদবদল করা হয়।