বাবুগঞ্জ প্রতিনিধিঃ
বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে যৌতুকের দাবিতে রুনা আক্তার নামের এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর এলাকার মো. আলমগীরের ছেলে আল অামিন এর সাথে গত বছর একই গ্রামের হারুন অর রশিদ এর মেয়ে রুনা আক্তারের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকে স্বামী আল অামিন স্ত্রী রুনা কে বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন। যৌতুক দাবি করে এরই মধ্যে কয়েক বার টাকা আদায় করেন। এরপরও বন্ধ হয়নি নির্যাতন। গত শনিবার আবারো যৌতুকের দাবিতে অসুস্থ স্ত্রীকে বেদম মারপিট করেন। এ ব্যাপারে জানতে চাওয়া হলে অভিযুক্ত আল অামিন স্ত্রীকে মারধর করার কথা স্বীকার করে বলেন বিষয়টি স্থানীয় এলাকার মাধ্যমে মিমাংসা চলছে।