বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাবুগঞ্জে রাতে শীতার্তদের মাঝে কম্বল নিয়ে হাজির ইউএনও বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় মামলা দায়ের বাবুগঞ্জে জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা: নারীসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত আমরা প্রতিশোধ মূলক কোনো কাজ করব না-জয়নুল আবেদীন বাবুগঞ্জে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রদর্শনীর বীজ ও উপকরণ বিতরণ বরিশালে এনএসআই’র তথ্যের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান: মানহীন মিষ্টি–আইসক্রিম কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে অসহায়-হতদরিদ্র পরিবার উপহার পেল ’স্বপ্নকুঞ্জ’ বাবুগঞ্জে বেপরোয়া কিশোরগ্যাং: কলেজ ছাত্রকে মারধরের পর ফেসবুকে পোস্ট বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে উৎসাহ—জনসমর্থনে এগিয়ে অ্যাড. জয়নুল আবেদীন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ
পটুয়াখালীতে ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

পটুয়াখালীতে ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

পটুয়াখালীতে ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত
পটুয়াখালীতে ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

ডেস্ক:

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর দুমকিতে প্রবল বেগে ঝড় ও ভারিবর্ষণে লণ্ডভণ্ড হয়ে গেছে প্রত্যন্ত এলাকা। প্রবল ঝড়ের কবলে শতাধিক কাঁচা ঘরবাড়ি, পাকেরঘর, গোয়ালঘরের চালা ও বেড়া উড়িয়ে নিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। উপজেলার পাংগাশিয়ার আলগি ও আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা গ্রামে গাছচাপায় অন্তত ৪-৫টি বসতঘর বিধ্বস্ত ও গাছ উপড়ে পড়ে শতাধিক স্থানে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে টানা ২০ ঘণ্টা বিদ্যুৎহীন রয়েছে। টানা ভারি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে উপজেলার ৫ ইউনিয়নের প্রত্যন্ত নিম্নাঞ্চল। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টা থেকে বুধবার পটুয়াখালীর দুমকিসহ দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া প্রবল বেগের ভারি বর্ষণ ও ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত, গাছপালা ভেঙে ও উপড়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার সকাল থেকে দিনভর ভারি বর্ষণ ও ঝড়োহাওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। প্রবল ঝড় ও বৃষ্টিতে উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের নলদোয়ানী গ্রামে গাছচাপায় জনৈক নুরুল হক মৃধা ও বাঁশবুনিয়া গ্রামের আ. লতিফ গাজীর বসতঘর বিধ্বস্তসহ ওই এলাকার অন্তত ২০-৩৫টি কাঁচা ঘরবাড়ি আংশিক বিধ্বস্ত ও ক্ষতিগ্রস্থ হওয়ার খবর পাওয়া গেছে। একইভাবে মুরাদিয়া, আংগারিয়া, লেবুখালী ও শ্রীরামপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে অন্তত ৩০-৪০টি কাঁচা ও আধাপাকা টিনশেড ঘরের চালা উড়িয়ে নেয়াসহ ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও মুরাদিয়া ইউনিযনে ৩০-৩৫ ও আধাপাকা টিনশেড ঘরের চালা উড়িয়ে নেওয়ার খবর পাওয়া গেছে। তবে কোথাও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে। প্রবল ঝড় ও বৃষ্টিতে প্রত্যন্ত এলাকায় বিশাল বিশাল গাছ উপড়ে ও ডালপালা ভেঙে পড়ে শতাধিক স্পটে পল্লীবিদ্যুতের লাইন ছিঁড়ে, খুঁটি হেলে ও ভেঙে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পল্লীবিদ্যুতের দুমকি এরিয়া ইনচার্জ, উপসহকারী প্রকৌশলী মো. জামাল উদ্দিন জানান, মঙ্গলবার রাতের প্রবল বেগে ঝড় ও ভারি বৃষ্টিপাতে অন্তত শতাধিক স্থানে বিশাল বিশাল গাছ উপড়ে ও ডালপালা ভেঙে পড়ায় বিদ্যুৎ লাইন ছিঁড়ে, খুঁটি ভেঙে ও হেলে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। বুধবার সকাল থেকে টানা বৃষ্টিতে ভিজে বিভিন্ন স্থানের উপড়ে ও ভেঙে পড়া গাছপালা কেটে উপজেলা হেডকোয়াটারের লাইন সংযোগের আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। তবে কখন সংযোগ দেওয়া যাবে তা বলা যাচ্ছে না। উপজেলা শহরের বাইরের প্রত্যন্ত এলাকার গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ পেতে দু-একদিন দেরি হতে পারে বলেও তিনি জানান। দুমকি উপজেলা নির্বাহী অফিসার শেখ আবদুল্লাহ সাদীদ বলেন, ঝড়ের ক্ষয়ক্ষতি নিরূপণে সংশ্লিষ্ট বিভাগ ও ইউপি চেয়ারম্যানদের নির্দেশনা দেয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD