বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাবুগঞ্জে রাতে শীতার্তদের মাঝে কম্বল নিয়ে হাজির ইউএনও বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় মামলা দায়ের বাবুগঞ্জে জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা: নারীসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত আমরা প্রতিশোধ মূলক কোনো কাজ করব না-জয়নুল আবেদীন বাবুগঞ্জে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রদর্শনীর বীজ ও উপকরণ বিতরণ বরিশালে এনএসআই’র তথ্যের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান: মানহীন মিষ্টি–আইসক্রিম কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে অসহায়-হতদরিদ্র পরিবার উপহার পেল ’স্বপ্নকুঞ্জ’ বাবুগঞ্জে বেপরোয়া কিশোরগ্যাং: কলেজ ছাত্রকে মারধরের পর ফেসবুকে পোস্ট বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে উৎসাহ—জনসমর্থনে এগিয়ে অ্যাড. জয়নুল আবেদীন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ
সমুদ্রের গ্রাসে বিলীন হচ্ছে কুয়াকাটা সৈকত

সমুদ্রের গ্রাসে বিলীন হচ্ছে কুয়াকাটা সৈকত

সমুদ্রের গ্রাসে বিলীন হচ্ছে কুয়াকাটা সৈকত
সমুদ্রের গ্রাসে বিলীন হচ্ছে কুয়াকাটা সৈকত

জাকারিয়া জাহিদ, – কুয়াকাটা প্রতিনিধি:-
 মহামারী করোনাভাইরাস প্রভাবে গোটা বিশ্ব  ভয় ভয়ে দিন পার করছে, তার ভিতরে ভয়ঙ্কর রূপ নিয়ে কুয়াকাটা সমুদ্র সৈকত ভাসিয়ে নিচ্ছে ভয়ানক সাগর ৷ বিশ্বনন্দিত পর্যটন কেন্দ্র কুয়াকাটাকে ক্রমশ গ্রাস করছে ক্ষুধার্ত সাগর। ছোট হয়ে আসছে কুয়াকাটার মানচিত্র।প্রতি বছরের ন্যায় অমাবস্যা, ও পূর্ণিমার, জোঁসনাতে, সাগরে সৃষ্টি হয় প্রচন্ড ঢেউ। শোঁ শোঁ শব্দে ভয়ানক ঢেউগুলোর ঝাঁপটাতে, বালুক্ষয় করে সৈকতের পরিধি ছোট করে ফেলছে।  ইতিমধ্যেই বিলীন হয়ে গেছে, শুটকি মার্কেট, ঝিনুক মার্কেট, কুয়াকাটার পুরানো ঐতিহ্য সানরাইজ মার্কেট, এবং একটি আবাসিক হোটেল। ঝুঁকিতে আছে সৈকতের ট্যুরিজম পার্ক, টুরিস্ট পুলিশ বক্স, বেরীঁবাধ মাত্র তিনের একাংশ বাকি আছে বিলীন হতে এছাড়াও ঝুঁকির মধ্যে রয়েছে সৈকতের পাশে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান।  এ নিয়ে পর্যটন এলাকায় হাজার কোটি টাকা বিনিয়োগ করে প্রতিদিন আতংকে আছেন বিনিয়োগকারীগন। কুয়াকাটার চৌমাথা থেকে মাত্র ২ শ ফুট বাকি আছে বিলিন হতে সৈকত। এ ভাঙ্গনের কবলে পরে পর্যটকদের গুরুত্ব পূর্ণ ৫ টি দর্শনীয় স্থান, বিলীন হয়ে যাচ্ছে যার মধ্যে সৈকত সুরক্ষিত নারিকেল বাগানের ঐতিহ্য, ও জাতীয় উদ্যান অন্যতম। ৪ বছর ব্যবধানে ৩ কিলো জায়গা চলে গেছে সাগরের ভিতরে। সরেজমিনে সৈকত এলাকা ঘুরে দেখা গেছে যে, প্রতিবছর মে থেকে ৫ মাস পূর্ণিমা,- আমাবস্যা, জোঁ’তে, সাগর ভয়ানকভাবে ফুঁসে ওঠে। এক একটা বিশাল ঢেউ এসে সজোরে আঘাত হানে সমুদ্র পাড়ে। উপকূলীয় অঞ্চল, বালুরএলাকা হওয়ায় ঢেউয়ে ঝাপঁটায় বালু সরিয়ে পশ্চিম দিকে মোহনায় নিয়ে যায়। এতে সমুদ্রের পাড়ের বিশাল অংশ ফাটল ধরে বিলীন হয়ে যায় সাগর।  গত দুই মাসে প্রায় ৮০ ফুট পাড় ভেঙ্গে বিলীন হয়ে গেছে সাগর গর্ভে। এর মধ্যে কিছু সংখ্যক জিউটিউব দিয়ে, সৈকত রক্ষা করার চেষ্টা করলেও, কিন্তু জিউটিউব এ দেখা যায় অনিয়ম, ৩ কোটি ৬০ লক্ষ টাকা ব্যয় জিউটিউব কুয়াকাটার ভাঙ্গন রক্ষায় কোন উপকারে আসেনি, জিউটিউব দেওয়ার এক মাসের মধ্যেই বিলীন হয়ে যায়।  পরিদর্শনকালে সাক্ষাৎ হয় স্থানীয় বাসিন্দা শহিদ তালুকদারের সাথে কথা হলে, সজল চোখে বলেন, সেই ৩৫ থেকে ৪০ বছর আগে ৪ থেকে ৫ মাইল দুরে শুটকির ব্যাবসা করতাম সাগর পারে। আর আজ বেরি বাধেঁ সাথে ঢেউয়ের পানি বলতে গেলে অনেক কষ্ট হচ্ছে। তাই আমাদের দাবি অতি দ্রুত সমুদ্র সৈকত কুয়াকাটাকে রক্ষা করার জন্য সরকারি পদক্ষেপ গ্রহণ করা, এবং একটি শক্তিশালী বাঁধ নির্মাণ করা হক। এ বিষয়ে ফোনের মাধ্যমে কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার সাথে কথা হলে তিনি বলেন, সমুদ্র ভাঙন রোধে পদক্ষেপ নেয়ার সক্ষমতা কুয়াকাটা পৌরসভার নেই। দরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ, যা পাউবো কর্তৃপক্ষ পদক্ষেপ নিতে পারে। পৌরসভার পক্ষ থেকে জিরো পয়েন্টে কিছু জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে রক্ষার চেষ্টা করা হয়েছে, যা দিয়ে সৈকত রক্ষা করা সম্ভব নয় বলে জানিয়েছে তিনি এই সৈকত রক্ষা করার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়ার আবেদন জানায় পৌর মেয়র, সাথে সাথে ,স্থানীয়দের দাবি অতি দ্রুত সমুদ্র সৈকত কুয়াকাটাকে রক্ষা করার জন্য সরকারি পদক্ষেপ গ্রহণ করা, এবং একটি শক্তিশালী বাঁধ নির্মাণ করা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD