শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
বরিশাল:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ২ ট্রলির মুখোমুখি সংঘর্ষে একজন নিহতের খবর পাওয়া গেছে। লেবুখালি ফেরিঘাট থেকে যাত্রীবোঝাই করে একটি ট্রলি বরিশালের উদ্দেশে রওনা হয়ে গেলে পথিমথ্যে অপর একটি ট্রলির সাথে সংঘর্ষ হয়। শনিবার দুপুরে উপজেলার গোলদার বাড়ি এলাকায় বরিশাল-পটুয়াখালী সড়কে এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। নিহত ব্যক্তি সুমন হাওলাদার (২৫) ট্রলিচালক ছিলেন। তিনি বাকেরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মৃত দুলাল হাওলাদারের পুত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন হাওলাদার ট্রলিতে যাত্রীবোঝাই করে বরিশালের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার গোলদার বাড়ি এলাকায় বরিশাল-পটুয়াখালী সড়কে বিপরিতগামী একটি ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলি দুটি উল্টে রাস্তার পাশে পড়ে গিয়ে চালকসহ ২৫ যাত্রী আহত হলে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়। বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন জানান, ট্রলি চালক সুমনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়।
সেখানে কিছুক্ষণ চিকিৎসা গ্রহণের পর তার মৃত্যু হয়েছে।