বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
গলাচিপা:
পটুয়াখালীর গলাচিপায় করোনায় আক্রান্ত হয়ে গলাচিপায় উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. জামাল হোসেন (৪৮) মৃত্যু বরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৩১ জুলাই) সকাল ৭ টায় ঢাকার ধানমন্ডি এলাকায় আনোয়ার খান মর্ডান হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুরা গ্রামের আজিজ মাতুব্বরের ৭ সন্তানের মধ্যে সকলের বড়। গলাচিপা উপজেলা শিক্ষা অফিসের সহকর্মীরা জানান, তিনি গলাচিপা উপজেলার খারিজ্জমা ও চিকনিকান্দি ক্লাস্টারের দায়িত্বে ছিলেন। জামাল হোসেনের ভগ্নিপতি শিক্ষক মো. আলাউদ্দিন জানান, মো. জামাল হোসেন পটুয়াখালীর পিটিআই রোডে পরিবার নিয়ে নিজ বাসায় বসবাস করতেন। গত ১২ জুলাই তার করোনা পজেটিভ হয় এবং ওই তারিখে তাকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১৪ জুলাই বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে তার শারীরিক উন্নতির জন্য ২৭ জুলাই ঢাকার ধানমন্ডি এলাকায় আনোয়ার খান মর্ডান হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ঢাকাতেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৭ টায় তিনি মৃত্যু বরন করেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাকে জানাজা শেষে আলীপুরা গ্রামের পারিবারিক কবর স্থানে দাফন করা হবে বলে জানা গেছে। তাঁর মৃত্যুতে ১১৩ পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা (এমপি), উপজেলা প্রশাসন, পটুয়াখালী জেলা শিক্ষা অফিসার, গলাচিপা উপজেলা শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা অফিসারবৃন্দ ও শিক্ষক সমাজ শোক জানিয়েছেন।