শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
বরিশাল:
বরিশাল নগরীতে জাল টাকাসহ দুইজনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার ( ০৪-০৮-২০২১) রাত বারোটার সময় নগরীর গোরস্থান রোড থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বদনিকাঠি এলাকার হেমায়তে উদ্দিনের ছেলে রবিউল ও একই এলাকার ইউসুফ খানের ছেলে সুজন খান। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত বরিশালসহ বিভিন্ন জায়গায় জাল টাকার বাণিজ্য চালিয়ে আসছে একটি সংঘবদ্ধ চক্র।সেই সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিউল ও সুজনকে আটক করেন তারা, এসময় তাদের কাছ থেকে আট হাজার জাল টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বিষেশ ক্ষমতা আইন ১৯৭৪ সালের ২৫/এ, বি ধারায় মামলা দায়ের করেছেন নগর গোয়েন্দা শাখার এস আই জুম্মান।