বরিশালের স্বনামধন্য খাদেম হোসেন ক্লিনিকের মালিক ও শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহযোগী অধ্যাপক ক্যাপ্টেন ডাঃ সিরাজুল ইসলাম গতকাল
৫ আগস্ট’২১,বৃহস্পতিবার রাত ৯ টায় শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রযিউন।সংবাদ পেয়ে যথাসময়ে হাজির হন বরিশালের গণমানুষের আস্থার প্রতিক সেচ্ছাসেবী সংগঠন চরমোনাই ভলান্টিয়ার সার্ভিস টিম (C.V.S.T.) বরিশাল এর গোসল, দাফন – কাফন টিম। টিম প্রধান মুহাম্মাদ আফজাল হোসেন দুরানীর নেতৃত্বে মরহুমের গোসল সম্পন্ন হয়।এ সময় সার্বিক দিক নির্দেশনায় ছিলেন চরমোনাই ভলান্টিয়ার সার্ভিস টিম(C.V.S.T.) বরিশাল এর মিডিয়া ও প্রশাসন সচিব মাওলানা আব্দুল্লাহ আল মামুন (টিটু)। উল্লেখ্য বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমনের পর থেকেই আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই পরিচালিত চরমোনাই ভলান্টিয়ার সার্ভিস টিম (C.V.S.T.) ফ্রি অক্সিজেন ও চিকিৎসা পরামর্শ সেবা,করোনা আক্রান্ত মৃত ব্যক্তির গোসল,কাফন- দাফন ও ত্রাণ সহায়তায় দিন রাত কাজ করে যাচ্ছেন চরমোনাই ভলান্টিয়ার সার্ভিস টিম (C.V.S.T.) এর স্বেচ্ছাসেবকগণ। এ পর্যন্ত ২৫০ জন রোগীকে ফ্রি অক্সিজেন সেবা ও ১৮৫ জন মৃত ব্যক্তির গোসল, কাফন- দাফন সম্পন্ন করেন চরমোনাই ভলান্টিয়ার সার্ভিস টিম(C.V.S.T.) এ সার্ভিস অব্যহত থাকবে ইনশাআল্লাহ।
চরমোনাই ভলান্টিয়ার সার্ভিস টিমের সেবা পেতে যোগাযোগ করুন এই নম্বরে 01747-401217