বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
তাপস মাহমুদ বরগুনা জেলা প্রতিনিধি:
গভীর রাতে বরগুনা শহরে পুলিশ সুপারের বাসার পাশে এক দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে।
বরগুনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক এন টিভি ও কালের কন্ঠ বরগুনা জেলা প্রতিনিধির বাসায় এ চুরি সংগঠিত হয়। চরকলোনী আরশি নগর সোহেল হাফিজের বাসার গেটের তালা ভেঙ্গে সুজুকি জিক্সার কালো রঙের গাড়িটি চুরি হয়। গাড়িটির চেসিস নম্বর RMBLNG4BW125077 এবং ইঞ্জিন নম্বর BGA1718193 এবং রেজিস্ট্রেশন নম্বর বরিশাল মেট্রো LA -119 446। গত সাত মাস পূর্বে সোহেল হাফিজ বরিশাল সুজুকি শোরুম থেকে দৈনিক যুগান্তর ব্যুরো প্রধান ও এন টিভি বরিশাল প্রতিনিধি আখতার ফারুক শাহিন ও পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি আ্যাডভোকেট কাজল বরন দাসকে সঙ্গী করে গাড়িটি ক্রয় করেন। ইদানীং বরগুনা শহরে ব্যাপক চুরির হিড়িক পড়েছে। দিনে দুপুরে রাতে প্রতিদিন একের পর এক চুরি হতেই চলছেই। বরগুনাবাসী চোরের উপদ্রব থেকে মুক্তি পেতে আইন শৃঙ্খলা বাহিনী কে জোড়ালো ভুমিকা রাখতে হবে বলে সাধারণ মানুষ মনে করে।