জাকারিয়া জাহিদ , কুয়াকাটা (পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় ’ঢাকাস্থ কলাপাড়া সমিতি’ করোনা রোগীরসেবায় দু’টি অক্সিজেনের সিলিন্ডার বিতরন করেছে । বুধবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিলিন্ডার দুটি বিতরন করা হয় । কলাপাড়া হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্তকর্তা ডা.চিন্ময় হাওলাদার সিলিন্ডার দুটি গ্রহন করেছেন। এসময় ঢাকাস্থ কলাপাড়া সমিতির সদস্য মো.ইয়াকুব খান উপস্থিত ছিলেন ।
এ সমিতির সাধারন সম্পাদক মো.শওকত হোসেন সানু জানান, কলাপাড়ায় পৌরশহর সহ বিভিন্ন ইউনিয়নে করোনা উপসর্গ নিয়ে শতশত মানুষ দিনাতিপাত করছে । এসব মানুষের সহায়তায় তারাও দু’টি অক্সিজেন সিলিন্ডার বিতরন করেছেন বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।