কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় মায়ের কাছে মোবাইল কেনার টাকা না পেয়ে মাদ্রাসা শিক্ষার্থী মোঃ জুনায়েদ আহম্মেদ সাব্বির(১৭) আত্মহত্যা করেছে। উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামে শুক্রবার রাত্র ২ টার দিকে এ ঘটনা ঘটে। ভিকটিম ঢাকার একটি মাদ্রাসার আলিম ১ম বর্ষের ছাত্র। তার পিতার নাম মাওঃ নজরুল ইসলাম। নিহতের পরিবার ও কলাপাড়া থানা পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন থেকে ভিকটিম তার মায়ের কাছে মোবাইল ক্রয় করার জন্য পাঁচ হাজার টাকা চায়। তার মা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে মায়ের সাথে অভিমান করে বৃহস্পতিবার রাত্র সাড়ে ১০ টার দিকে কিটনাশক বিষ সেবন করে বসতঘরে অসুস্থ্য হয়ে পড়েন। ভিকটিমকে প্রথমে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল রেফার্ড করলে পথিমধ্যে কলাপাড়ার রজপাড়া নামক স্থানে এ্যাম্বুলেন্সে থাকাবস্থায় ভিকটিমের মৃত্যু হয়।
কলাপাড়া থানার ওসি মো.মোস্তাফিুর রহমান জানান, মৃত্যুর বিষয়ে পিতা ও মাতার কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় বিনা ময়না তদন্তে লাশ দাফন করার জন্য অনুমতি প্রদান করা হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।