তাপস মাহমুদ বরগুনা জেলা প্রতিনিধি :
ইলিশের ভরা মৌসুমে চলছিল হাহাকার। জেলার বৃহত্তম মাছের বাজার পাথরঘাটা মৎস বিপনন কেন্দ্র বি এফ ডি সি মার্কেটে গতকাল খবর নিয়ে জানাগেছে অধিকাংশ ট্রলার ফিরছে শূন্য হাতে। বরগুনাতে গণমাধ্যম কর্মীরা নিউজও করছে ইলিশের আকাল চলছে। মৎস গবেষণা কেন্দ্র বলছে সাগরে ডুবোচরে পানির গতি কমে যাওয়ায় ধরা পরছেনা ইলিশ। এমনি আকালের দিনে আজ এফ সাইফ ২ সাগর থেকে ধরে এনেছে রুপালি ইলিশ। যার ওজন হয়েছে ৮৭ মন। এফ সাইফ ২ এর কর্তৃপক্ষ মনিরুল হক মাসুম প্রতিবেদক কে জানিয়েছে আজকে খোলা ডাকে সর্বোচ্চ ৫৫ হাজার ও নিম্নে ৪০ হাজার টাকায় ইলিশ বিক্রি হয়েছে। সব মিলিয়ে সাইফ -২ এর ৮৭ মন ইলিশ বিক্রি হয়েছে ২৭ লক্ষ বিশ হাজার টাকায়।