কামরুল হাসান মুরাদ :
১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্জ্বলন জ্বালিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৯৭৫ সালের ১৫ আগষ্টে শহীদদের স্মরন করে শ্রদ্ধা জানিয়েছে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা ছাত্রলীগ। শনিবার (১৪আগষ্ট) সন্ধা ৭টায় উপজেলা ছাত্রলীগের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. খায়রুল আলম সরফরাজ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান ডেজলিং তালুকদার, ৬নং মঠবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ৬নং মঠবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ জালাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ বাবু, সাধারন সম্পাদক ফয়সাল মৃধা, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানি সহ উপজেলা ছাত্রলীগ ও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।