বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
কুয়াকাটা ও মহিপুরে থানা যুবলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কোরান খতম, দোয়া মোনাজাত,সকাল ৮ টায় মহিপুর থানা যুবলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় শোক দিবসের কর্মসুচী পালন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। মহিপুর থানা পুলিশ,যুবলীগ , ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন ও কুয়াকাটা পৌর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কর্মসুচীতে অংশগ্রহন করেন। পরে মহিপুর থানা যুবলীগের অফিস মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মহিপুর থানা যুবলীগের আহবায়ক এএম মিজানুর রহমান বুলেট আকনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মহিপুর প্রেসক্লাবের সভাপতি ও
থানা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মনিরুল ইসলাম ,থানা যুবলীগের সদস্য জিল্লুর রহমান কিশোর ,মহিপুর ইউনিয়ান যুবলীগের আহবায়ক মোঃ ফেরদৌস হাওলাদার,যুগ্নআহবায়ক শাহরিয়ার সুমন,মোঃ মনির হাওলাদার,ইব্রাহিম খান সহ আরো অনেকে।