বাবুগঞ্জ প্রতিনিধি :
বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে । সকাল ৮ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান হিমু ও তার পরিষদের সকল ইউপি সদস্যরা। করোনা মহামারীর সংক্রমণ রোধে যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে রবিবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কোরআন তেলাওয়াত ও আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান হিমু, ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আলাউদ্দিন হোসেন, মোঃ হাবিবুর রহমান খান মিঠু, মোঃ বাবুল জমাদার, মোঃ জুয়েল হাসান লিয়া, মোঃ মনিরুজ্জামান জাস্টিস, মোঃ কায়েইম ,মাসুদ হাওলাদার, ওহিদুজ্জামান মিরন, আসলাম ঢালি,মহিলা ইউপি সদস্য রানী বেগম, মোসাঃ বকুল বেগম, শিল্পি বেগম প্রমুখ।