তাপস মাহমুদ বরগুনা জেলা প্রতিনিধি :
বরগুনায় জাতীয় শোক দিবস ভাবগম্ভীর্যতার মধ্য দিয়ে পালিত হয়েছে। বিভিন্ন সরকারি, আধা সরকারি বে-সরকারী ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনিমিত উত্তোলন করা হয়। সকাল সাড়ে আটটার সময় বঙ্গবন্ধু কমপ্লেক্সে জাতির জনক বঙ্গবন্ধুর ভাষ্কার্যে বরগুনার সদর আসনের সংসদ সদস্য এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক দেন। এছাড়া বরগুনা জেলা পুলিশ, বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, বরগুনা প্রেসক্লাব, বিভিন্ন সাংবাদিক সংস্হা, বরগুনা পৌর মেয়র আ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ, জেলা যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠন সহ বিভিন্ন বে সরকারি উন্নয়ন সংস্হা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক দেন। এছাড়াও পাথরঘাটাতে বরগুনা -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকত হাচানুর রহমান দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধ নিমিত উত্তোলনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবসের কর্মসূচি আরম্ভ করেন। জেলার বেতাগী বামনা আমতলী ও তালতলীতেও ভাবগম্ভর্যতায় শোক দিবস পালন করেন। বরগুনা সদর উপজেলার ৩ নং ফুলঝুড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান মোঃ গোলাম সরোয়ার কবির বঙ্গবন্ধুর জন্য কোরআন খতম করান। সকাল ১১ টার সময় জাতীয় সংসদ সদস্য এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বঙ্গবন্ধুর উপর আলোচনায় প্রধান অতিথি হয়ে যোগদান করেন। এ সময় বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় উপ কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগের সদস্য এস এম মশিউর রহমান শিহাব উপস্থিত ছিলেন।