নিজস্ব প্রতিবেদক :
বরিশাল নথুল্লাবাদ মটরসাইকেল শ্রমিক ইউনিটের সভাপতি মো: হুমায়ুন কবিরকে প্রাণ নাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানাযায়, ২০১৯ সালের ২১ সেপ্টেম্বর বরিশাল নথুল্লাবাদ মটরসাইকেল শ্রমিক ইউনিটের সভাপতি হুমায়ুন কবির ও মো: নান্টু হাওলাদার সম্পাদক নির্বাচিত হয়। ফিসারী রোডের বাসিন্দা মৃত: হাকিম মৃধার পুত্র জামাল মৃধা (৪২) সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে বরিশাল নথুল্লাবাদ মটরসাইকেল শ্রমিক ইউনিটের সদস্যদের ওপর হামলা ও আক্রমন করে। একপর্যায়ে হুমায়ুন-নান্টু সহ নির্বাচিত সদস্যদের বের করে দেয়। এমনকি মটরসাইকেল শ্রমিকের ব্যানার ও আ’লীগের দলীয় নাম ব্যবহার করে জামাল মৃধা মাদক ব্যবসা ও চাঁদাবাজী করছে। পূর্বেও তার নামে মাদকসহ বহু মামলা রয়েছে। গত ১৬ আগস্ট হুমায়ুন ভাড়ায় গাড়ী চালায়। জামাল মৃধা তার সাঙ্গপাঙ্গদের নিয়ে হুমায়ুনকে গাড়ী না দিতে গাড়ীর মালিককে বলে। এসময় জামাল মৃধা আরো বলে নথুল্লাবাদে হুমায়ুনকে গাড়ী চালাতে হলে আমার নেতার সাথে দেখা করতে হবে। অন্যথায় হুমায়ুনকে মারধর করে স্টান্ড থেকে বের করে দেয়া হবে। পরবর্তীতে হুমায়ুনকে প্রাণ নাশের হুমকি দেয়া হয়েছে। এমন অভিযোগে বুধবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিএমপি এয়ারপোর্ট থানার এসআই শাহাদাত। এব্যাপারে হুমায়ুন কবির বলেন,‘ যে কোন সময় ওরা আমার ক্ষতি সাধন করতে পারে। এবিষয়ে আমি বিসিসি ৩০নং ওয়ার্ডর কাউন্সিলরকে জানিয়েছি। নথুল্লাবাদ মটর সাইকেল স্টান্ডকে মাদক ও চাঁদাবাজ মুক্ত রাখতে প্রশাসনের দ্বারস্থ হয়েছি।’