কুয়াকাটা (পটুয়াখালী)প্রতিনিধি ঃ
কুয়াকাটার মহিপুরে জুয়া খেলার সময় দুই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার(২১ আগস্ট ) গভীর রাতে মহিপুর সদর ইউনিয়নের বাজারে নিউমার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৯ শত টাকা উদ্ধার করে মহিপুর থানা পুলিশ। আটকৃত রাজুর বাড়ি ওই ইউনিয়ানের বিপিনপুর গ্রামে ও জামাল হোসেনের বাড়ি ফাসিপাড়া এলাকায়। মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, একটি ঘরে বসে ৫ জন জুয়া খেলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হলেও বাকি তিনজন পালিয়ে যায়। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।