বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
কলাপাড়া :
কলাপাড়ায় পৌরশহরের হাজী আব্দুস সোবাহান সিকদার মডেল একাডেমীর অষ্টম শ্রেণির ছাত্র মোঃ হাসেম খান ওরফে ফয়সাল (১৪) শুক্রবার দুপুর থেকে নিখোঁজ রয়েছে। ফয়সাল কাউকে কিছু না বলে শান্তিবাগ মহল্লার বাসা থেকে বের হয়ে নিখোঁজ রয়েছে। তার মোবাইল নম্বরটি বন্ধ রয়েছে। এ ঘটনায় পরিবারের উদ্বিগ্ন সদস্যরা কলাপাড়া থানায় শনিবার রাতে একটি জিডি করেছেন। ফয়সালের মামা আনোয়ার হোসেন সাধারণ ডায়রিতে এ তথ্য নিশ্চিত করেছেন। কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ফয়সালের খোঁজ নেয়ার সর্বোচ্চ চেষ্টা করছেন।