বিএমএসএফ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বাকেরগঞ্জে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি সাঈদুর রহমান রিমন ও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম সহ ১১ জনের বিরুদ্ধে হুইপ সামশুল হক কতৃক দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে, দেশব্যাপী বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম( বিএমএসএফ) এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে, বাকেরগঞ্জ উপজেলা শাখা ও বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাকেরগঞ্জ উপজেলা শাখার উদ্যােগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। ২৫ আগষ্ট ২০২১ বাকেরগঞ্জ বাসষ্ট্যান্ড মহা সড়কের উপরে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি সাইদুর রহমান রিমন ও জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম সহ ১১ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের মাধ্যেমে দূর্নীতিবাজদের বিচারের জন্য সরকারের কাছে জোর দাবী জানিয়েছেন। মানববন্ধনে বাকেরগঞ্জ উপজেলা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন