বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
বোরহানউদ্দিন :
‘‘বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি’’ স্লোগান কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ বোরহানউদ্দিনে পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহি অফিসারের হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আলী আহাম্মদ আখন এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মো. সাইফুর রহমান। এসময় বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম, রিপোর্টাস ইউনিটি সভাপতি মোবাশে^র হাসান শিপন, বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাব সহ-সভাপতি এমএ অন্তর হাওলাদার, রিপোর্টাস ইউনিটি সাধারণ সম্পাদক নীল রতন, বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাব যুগ্ম সম্পাদক মো.নাছির পাটোয়ারী প্রমূখ বোরহানউদ্দিন কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।এ মতবিনিময় সভায় দেশী প্রজাতির মাছ রক্ষার্থে অভয় আশ্রম গড়ে তোলার উপর গুরুত্বরোপ করা হয়।এ ছাড়া ২৮ আগস্ট হতে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রচার-প্রচারণা সহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আলী আহাম্মদ আখন।