শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
হিজলা :
বরিশালের মুলাদী ও হিজলা উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ আগস্ট) দুপুর ও বিকেলে পৃথক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। তাদের মধ্যে মো. হোসাইন (৪) মুলাদীর চরডিক্রী এলাকার আবুল কাসেম সরদারের ছেলে। অন্যজন আছিয়া (২) হিজলা উপজেলার চরপত্তনীভাঙা গ্রামের সোহেল মাতুব্বরের মেয়ে। হোসাইনের স্বজনরা জানান, শনিবার বিকেলে হোসাইন একা বাড়ির সামনে খেলছিল। এরপর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে ডোবায় তাকে ভাসতে দেখে পরিবারের লোকজন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হোসাইনকে মৃত ঘোষণা করেন। মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আল হাসান টিপু বিষয়টি নিশ্চিত করে জানান, হোসাইনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তখন আর কিছুই করার ছিল না।এদিকে আছিয়ার বাবা সোহেল মাতুব্বর জানান, দুপুরে তার স্ত্রী রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এসময় সবার অগোচরে আছিয়া ঘর থেকে বের হয়। পরে তাকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে পরিবারের লোকজন। বাড়ির পাশের ডোবায় ভাসমান অবস্থায় তাকে দেখতে পেয়ে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক মো. নাজমুল সাকিব জানান, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়।