বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
দিবালোকে সরকারি অফিসে ক্যালকুলেটরে গুনে কমিশন ঘুষ নেয়ার ঘটনা বিভিন্ন গণমাধ্যমে ভাইরাল হওয়ায় বরগুনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এলজিইডি একজন কর্মচারী চাকরিচ্যুত হয়েছেন। এছাড়াও একই ঘটনায় একজন কর্মকর্তা ও আরো এক কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃতদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।
আজ রবিবার দুপুরে বরগুনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী এস কে আরিফুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
চাকরিচ্যুত কর্মচারী হলেন বরগুনায় এলজিইডি নির্বাহী প্রকৌশলী কার্যালয়ের মেকানিক্যাল বিভাগের ফোরম্যান মোঃ জিয়াউর রহমান। বরখাস্ত হয়েছেন সদর উপজেলার উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান এবং এলজিইডি আমতলী উপজেলা প্রকৌশলী কার্যালয়ের হিসাব রক্ষক মোঃ হুমায়ুন কবির। বরখাস্তকৃত কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় মামলার ফলাফলের উপর ভিত্তি করে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী এস কে আরিফুল ইসলাম।
গত ২ দিন আগে এলজিইডি বরগুনা জেলা কার্যালয়, বরগুনা সদর উপজেলা প্রকৌশলীর কার্যালয় ও আমতলী উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে ক্যালকুলেটরে গুনে ঘুষ নেয়া ও অডিও সাউন্ড সহ বিভিন্ন কর্মকর্তা কে ঘুষ দিতে হবে এমন একটি ভিডিও ভাইরাল হয়। এর প্রেক্ষিতে কর্মকর্তা ও ২ কর্মচারীর উপর এই শাস্তি দেয়া হয়।