কামরুল হাসান মুরাদ :
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন কলেজ রোড থেকে সাড়েচারআনি হয়ে শানেরতাল্লুক পর্যন্ত রাস্তাটি বেহাল দশায় জনদূর্ভোগ চরমে পৌছেছে। রাস্তাটি সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ঝুকিপুর্ন হয়ে পড়ে আছে। রাস্তার বিভিন্ন জায়গায় রাস্তার পিচ উঠে গিয়ে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। আর এ কারনেই প্রায়সই ঘটছে ছোট বড় দূর্ঘটনা। এতে অত্র এলাকার মানুষ মারাত্মক ঝুঁকি নিয়ে অত্র রাস্তা দিয়ে সর্বদা চলাচল করতে হচ্ছে। কোন মানুষ যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, বিশেষ করে কোন গর্ভবতী মা বা হার্ট অ্যাটাকের রোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিতে চরম ভোগান্তিতে পরতে হয় স্বজনদের। জানা যায়, রাস্তাটির বেহাল দশার কারনে প্রতিনিয়ত এলাকাবাসীর সীমাহিন দূর্ভোগ পোহাচ্ছে। যাত্রীবাহী ভ্যান, রিকশা, মোটরসাইকেল, পিকআপ সহ কৃষিসামগ্রী পরিবহনে ব্যাপক ভোগান্তিতে পড়ছে মানুষ। সরেজমিনে গিয়ে দেখা যায়, রাজাপুর সদর ইউনিয়নের কলেজ রোড থেকে সাড়েচারআনি হয়ে শানেরতাল্লুক পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন সংস্কারের অভাবে রাস্তাটির বিভিন্ন জায়গায় রাস্তার পিচ উঠে গিয়ে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। আর এ কারনেই প্রায়সই ঘটছে ছোট বড় দূর্ঘটনা। রাস্তাটি দীর্ঘ কয়েক বছর ধরে একই অবস্থা থাকার কারনে চরম ভোগান্তিতে পড়ছে এ রাস্তা দিয়ে চলাচল করা বিভিন্ন গ্রামের হাজারো মানুষ। রাস্তাটি দ্রুত সংস্কার করা না হলে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। তাই রাস্তাটি দ্রুত সংস্কারের দাবী জানিয়েছেন এলাকাবাসি।