আবদুর রহমান নোমান ভোলা জেলা প্রতিনিধিঃ
ভোলার লালমোহনে পৃথক ঘটনায় ঘর তুলতে বাধা দেয়ায় শাজাহান (৬৫)কে পিটিয়ে খুন ও অটো বোরাকের নীচে চাপা পড়ে আবদুল আহাদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার বদরপুর ও চরভূতা ইউনিয়নে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়। জানাযায়, বুধবার সকালে বদরপুর ইউনিয়নের রায়রা বাদ গ্রামে মৃতঃ মনির সর্দারের ছেলের জায়গায় চোর পুর্বক ঘর তোলার চেষ্টা করে জাহাঙ্গীর, কুদ্দুছ, সফু ও দৌলতুন্নেচ্ছা গংরা। এসময় বাধা দিলে জাহাঙ্গীর গংরা শাজাহানকে এলোপাথাড়ি মারপিট করতে থাকে। তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত ডাক্তার শাজাহানকে মৃত ঘোষনা করেন। পড়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় ৪ জনকে আসামী করে লালমোহন থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে বুধবার সকালে উপজেলা চরভূতা ইউনিয়নের হরিগঞ্জ বাজারের পশ্চিম পাশে রাস্তায় বের হয়ে ইলিয়াছের ছেলে আবদুল আহাদ অটো বোরাকের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। এ ঘটনায় লালমোহন থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।