বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
তাপস মাহমুদ বরগুনা জেলা প্রতিনিধি :
বরগুনায় ১শ পিস ইয়াবাসহ রিয়াজ(৩২) নামে এক কেবল ব্যবসায়ী ও মাদক ব্যবসায়ীকে আটক করেছে বরগুনা থানা পুলিশ। আজ ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার ১টার দিকে পৌরসভার ৩নং ওয়ার্ডের শিপেরখাল এলাকায় অভিযান পরিচালনা করে হাতেনাতে আটক করা হয় রিয়াজকে। বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের উত্তর বড় লবন গোলা গ্রামের আঃ গনির ছেলে রিয়াজ। এ ব্যপারে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম বলন, রিয়াজ দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রি করে আসছিলো। আজ দুপুরে একটি গোপন সংবাদের ভিত্তিতে আমি, ইন্সপেক্টর তদন্ত শহিদুল ইসলামসহ ৫ জনের একটি টিম গিয়ে তাকে ১শ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করি। মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন ধারায় একাদিক মামলা রয়েছে।