তাপস মাহমুদ বরগুনা জেলা প্রতিনিধি :
আকাশের নীল দিগন্তের কোলে কাশফুলের মেলাতে বরগুনার মানুষের কাছে যেন এখন শরৎ মেলা। প্রতিদিন শত শত মানুষ ছুটে যাচ্ছে দিয়াবাড়ি খ্যাত বরগুনা এই কাশবনে। বরগুনা পৌরসভার আরবান এলাকায় নবনির্মিত বিসিক শিল্পের বিস্তৃর্ণ জায়গা জুড়ে রয়েছে এখন শুধুই শুভ্র কাশফুল আর কাশবন। শহরের কোলাহল আর তপ্ত ভাদ্রের ভ্যাপসা গরমে খোলা হাওয়ায় ক্লান্তি দূর করতে পরিবার পরিজন নিয়ে বিসিকের পিচ ঢালা রাস্তার চারিপাশে নতুন মাটি আর বালুর বুকে জেগে ওঠা কাশবন দেখতে দিনে দিনে বাড়ছে মানুষের ভীর। এই নয়নাভিরাম দৃশ্যের মাঝে দীর্ঘদিন লকডাউনে আটকে থাকা শিশুরা মেতে ওঠে আনন্দদায়ক খেলাতে। পড়ন্ত বিকেলের বাতাসে চমৎকার ছন্দ ঢেউ খেলে যাওয়া কাশবন যেন মনে করিয়ে দেয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছন্দের লাইন” চিক চিক করে বালি, কোথা নেই কাদা,”একধারে কাশবন ফুলে ফুলে সাদা”। কাশবন দেখতে আসা মানুষ গুলো নানান ভাবে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি আপলোড করে জানান দেয় বরগুনার দিয়াবাড়ী বিসিক শিল্প নগরীর সুবিস্তৃত কাশবন কত সুন্দর! কাশবনে ঘুরতে আসা বরগুনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সোহেল হাফিজ বলেন প্রকৃতির সুন্দর এই কাশবন সব কিছু ভুলিয়ে দেয়, মন কেড়ে নেয় বাতাসের চঞ্চলতায় এক অজানা মনোরম মুগ্ধতায়।