নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর সহযোগিতায় বরিশালে সাংবাদিকদের মাঝে চেক বিতরণ করেছেন বরিশাল জেলা প্রশাসক মো: জসীম উদ্দিন হায়দার। গতকাল সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে করোনাকালীন (দ্বিতীয় পর্যায়) ক্ষতিগ্রস্থ বরিশালের ৩৬ জন সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার ৩ লক্ষ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো: খলিলুর রহমান, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকার, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: হোসেন মিয়া, বীরপ্রতীক মহিউদ্দিন মানিক সহ প্রশাসকনিক কর্মকর্তা ও সাংবাদিক নেতৃবৃন্দ। এসময় বক্তারা প্রধানমন্ত্রীর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।