শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
বরিশালে বর্ণাঢ্য আয়োজনে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, বরিশাল জেলা ও মহানগর যুবলীগের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি’র আয়োজন করা হয়েছে। উক্ত র্যালিতে সামনে থেকে নেতৃত্ব দেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। র্যালিটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।