শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
বরিশালে প্রতিবন্ধী শিক্ষার্থীদের
কম্পিউটার এবং অ্যাপ্লিকেশন প্যাকেজ কোর্সের ১৫তম ব্যাচের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
আজ ২২ নভেম্বর সোমবার সকাল ১১ টায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আঞ্চলিক কার্যালয় বরিশাল এর আয়োজনে আঞ্চলিক কার্যালয় হলরুমে তথ্যপ্রযুক্তির মাধ্যমে এনডিডিসহ সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন প্রকল্পের অধীনে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কম্পিউটার এবং অ্যাপ্লিকেশন প্যাকেজ পরিচয় কোর্সের ১৫তম ব্যাচের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টার ইনচার্জ বিসিসি বরিশাল মোহাম্মদ জসীম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় সুব্রত বিশ্বাস দাস, বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সিরাজুম মনির টিটু। এছাড়াও প্রশিক্ষক বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বরিশাল, মোঃ ইমরান হোসেনসহ অন্ধ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিশেষ চাহিদা সম্পন্ন অন্ধ শিক্ষার্থীদের শিক্ষাকার্যক্রম নিয়ে আলোচনা করেন, পরে প্রধান অতিথি কম্পিউটার কোর্সের শুভ উদ্বোধন করেন। পরে তিনি প্রতিষ্ঠান বিভিন্ন ল্যাব প্রদর্শন করেন।