শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাবুগঞ্জে রাতে শীতার্তদের মাঝে কম্বল নিয়ে হাজির ইউএনও বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় মামলা দায়ের বাবুগঞ্জে জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা: নারীসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত আমরা প্রতিশোধ মূলক কোনো কাজ করব না-জয়নুল আবেদীন বাবুগঞ্জে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রদর্শনীর বীজ ও উপকরণ বিতরণ বরিশালে এনএসআই’র তথ্যের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান: মানহীন মিষ্টি–আইসক্রিম কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে অসহায়-হতদরিদ্র পরিবার উপহার পেল ’স্বপ্নকুঞ্জ’ বাবুগঞ্জে বেপরোয়া কিশোরগ্যাং: কলেজ ছাত্রকে মারধরের পর ফেসবুকে পোস্ট বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে উৎসাহ—জনসমর্থনে এগিয়ে অ্যাড. জয়নুল আবেদীন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ
বরিশালে ইয়াবাসহ আটক -৩

বরিশালে ইয়াবাসহ আটক -৩

বরিশালে ইয়াবাসহ আটক -৩
বরিশালে ইয়াবাসহ আটক -৩

বিএমপি কাউনিয়া থানার আভিযানিক টিম-১ গোপন সংবাদের ভিত্তিতে ১৯-১১-২০২২ খ্রিঃ রাত ২১:৪০ টায় কাউনিয়া থানাধীন বিসিসি ০৩নং ওয়ার্ডস্থ গাউয়াসার জনৈক শামীম এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।  অভিযান পরিচালনায় অভিযুক্ত  ০১। মোঃ হিজবুল আকন রুমি (৪০), পিতা-মৃত ইকবাল আকন, মাতা-মোসাঃ সামসুন্নাহার, সাং-আকন ভিলা, কাউনিয়া প্রধান সড়ক, বিসিসি ০২নং ওয়ার্ড, থানা- কাউনিয়া, বরিশালকে আটক করে তার নিকট হইতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট  উদ্ধার করেন।  উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট সংক্রান্তে  ধৃত অভিযুক্তের দেওয়া তথ্যমতে  ১৯-১১-২০২২ খ্রিঃ  রাত ২৩:১০ টায় কাউনিয়া থানাধীন বিসিসি ০৫নং ওয়ার্ডস্থ উত্তর পলাশপুর জনৈক জুয়েল এর অটো গ্যারেজের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর হইতে ২। মোঃ মিজানুর রহমান @ মিজান @ বাবা মিজান (৩৬), পিতা-মোঃ মিলন বেপারী, মাতা-মোসাঃ সাফিয়া বেগম, সাং- পলাশপুর (কাজীর গোরস্থানের পূর্ব পাশের্^), বিসিসি ০৫নং ওয়ার্ড, থানা-কাউনিয়া, বরিশালকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করেন এবং অপর অভিযুক্ত  ৩। আকাশ সমাদ্দার নিপু (৩১), পিতা-গৌরাঙ্গ সমাদ্দার, মাতা-তুলসী রানী, স্থায়ী সাং-পুরুলিয়া হাই স্কুল সংলগ্ন, থানা-উজিরপুর, জেলা-বরিশাল, বর্তমান সাং- দপ্তরখানা, বানী মন্দির স্কুল সংলগ্ন, বিসিসি ০৬নং ওয়ার্ড, থানা-কোতয়ালী মডেল, বরিশালকে  ইয়াবা ট্যাবলেট (এ্যামফিটামিন) ক্রয় বিক্রয়ে সহায়তা করার অপরাধে  ধৃত করেন।  ধৃত অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD