বিএমপি কাউনিয়া থানার আভিযানিক টিম-১ গোপন সংবাদের ভিত্তিতে ১৯-১১-২০২২ খ্রিঃ রাত ২১:৪০ টায় কাউনিয়া থানাধীন বিসিসি ০৩নং ওয়ার্ডস্থ গাউয়াসার জনৈক শামীম এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনায় অভিযুক্ত ০১। মোঃ হিজবুল আকন রুমি (৪০), পিতা-মৃত ইকবাল আকন, মাতা-মোসাঃ সামসুন্নাহার, সাং-আকন ভিলা, কাউনিয়া প্রধান সড়ক, বিসিসি ০২নং ওয়ার্ড, থানা- কাউনিয়া, বরিশালকে আটক করে তার নিকট হইতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট সংক্রান্তে ধৃত অভিযুক্তের দেওয়া তথ্যমতে ১৯-১১-২০২২ খ্রিঃ রাত ২৩:১০ টায় কাউনিয়া থানাধীন বিসিসি ০৫নং ওয়ার্ডস্থ উত্তর পলাশপুর জনৈক জুয়েল এর অটো গ্যারেজের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর হইতে ২। মোঃ মিজানুর রহমান @ মিজান @ বাবা মিজান (৩৬), পিতা-মোঃ মিলন বেপারী, মাতা-মোসাঃ সাফিয়া বেগম, সাং- পলাশপুর (কাজীর গোরস্থানের পূর্ব পাশের্^), বিসিসি ০৫নং ওয়ার্ড, থানা-কাউনিয়া, বরিশালকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করেন এবং অপর অভিযুক্ত ৩। আকাশ সমাদ্দার নিপু (৩১), পিতা-গৌরাঙ্গ সমাদ্দার, মাতা-তুলসী রানী, স্থায়ী সাং-পুরুলিয়া হাই স্কুল সংলগ্ন, থানা-উজিরপুর, জেলা-বরিশাল, বর্তমান সাং- দপ্তরখানা, বানী মন্দির স্কুল সংলগ্ন, বিসিসি ০৬নং ওয়ার্ড, থানা-কোতয়ালী মডেল, বরিশালকে ইয়াবা ট্যাবলেট (এ্যামফিটামিন) ক্রয় বিক্রয়ে সহায়তা করার অপরাধে ধৃত করেন। ধৃত অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।