শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
বরিশাল:
বরিশাল নগরীর একটি আবাসিক হোটেলে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার (০৪ডিসেম্বর) দুপুরে নগরীর দক্ষিণ পোর্ট রোড ভুমি অফিসের সামনের রোজ হ্যাভেন হোটেলে এ ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম হৃদয় মৃধা। সে উজিরপুর উপজেলার কেশবকাঠী এলাকার আবু কাশেম মৃধার ছেলে। হোটেলটির কর্মচারী আনোয়ার বলেন, ‘রুম ছাড়ার নিয়ম হইলো ১২টায়, আমি ১২টা ৫ মিনিটের সময় আমি অনেকক্ষণ ডাকাডাকি করে না খোলায় ৯৯৯ এ ফোন দিয়েছি। পরে পুলিশ এসে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে দেখে জানালার গ্রিলের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। জালাল মুন্সি নামে হোটেলটির আরেক কর্মচারী জানান,’হৃদয় নামে ওই লোকটি লাইটারেজ জাহাজের কর্মচারী পরিচয়ে গত ২ ডিসেম্বর ৪০৬ নাম্বর রুমে ওঠেন। খাতায় এন্ট্রির সময় সে তার মোবাইল নাম্বারও দেয় নি,তার কাছে কোন মোবাইলও ছিলোনা। কোতয়ালী মডেল থানার এসআই আরাফাত বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে রুমের গ্রিলের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই হৃদয়কে। প্রাথমিকভাবে তদন্তে মনে হয়েছে এটি আত্মহত্যা, লাশ ময়নাতদন্তের জন্য শেবাচিমের মর্গে পাঠানো হয়েছে।