বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাবুগঞ্জে রাতে শীতার্তদের মাঝে কম্বল নিয়ে হাজির ইউএনও বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় মামলা দায়ের বাবুগঞ্জে জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা: নারীসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত আমরা প্রতিশোধ মূলক কোনো কাজ করব না-জয়নুল আবেদীন বাবুগঞ্জে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রদর্শনীর বীজ ও উপকরণ বিতরণ বরিশালে এনএসআই’র তথ্যের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান: মানহীন মিষ্টি–আইসক্রিম কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে অসহায়-হতদরিদ্র পরিবার উপহার পেল ’স্বপ্নকুঞ্জ’ বাবুগঞ্জে বেপরোয়া কিশোরগ্যাং: কলেজ ছাত্রকে মারধরের পর ফেসবুকে পোস্ট বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে উৎসাহ—জনসমর্থনে এগিয়ে অ্যাড. জয়নুল আবেদীন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ
আগামীকাল নির্ধারন হবে বরিশালের নতুন নগরপিতা

আগামীকাল নির্ধারন হবে বরিশালের নতুন নগরপিতা

আগামীকাল নির্ধারন হবে বরিশালের নতুন নগরপিতা
আগামীকাল নির্ধারন হবে বরিশালের নতুন নগরপিতা

বরিশাল:

আগামীকাল সকাল ৮টা থেকে শুরু হচ্ছে বরিশাল সিটি নির্বাচনের ভোটগ্রহণ। গতকাল শনিবার মধ্যরাত থেকে শেষ হয়েছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচারণা। আজ রবিবার ভোটে আগের দিন নগরীতে থমথমে পরিবেশ বিরাজ করছে। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত নগরীতে ভোট নিয়ে বড় ধরনের কোন বিশৃঙ্খলা দেখা না দিলেও ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন কয়েকজন মেয়র প্রার্থী। সকালে প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস বলেন, শহরের হোটেল, রেস্ট হাউজ সবগুলো বহিরাগত লোকজনে ভরা। প্রশাসন বহিরাগত সরাতে কোনো উদ্যোগ গ্রহণ করছে না। তিনি আরও বলেন, ‘খুবই দুঃখজনক বিষয় হচ্ছে, দুটি গোয়েন্দা সংস্থা তারা আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে নগ্নভাবে ভোট চাইছে। তাদের সাথে রাতে আওয়ামী লীগের বন্ধুরা বিভিন্ন বস্তিতে গিয়ে বস্তি ঘেরাও করছে, সেখানে ভোটারদের টাকা দিচ্ছে। নৌকার প্রার্থী সব আচরণবিধি লঙ্ঘন করেছে। গতকাল রাতেও আমি তাদেরকে মিছিল করতে দেখেছি।’ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতী ফয়জুল করীম সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ‘দেদারছে কালো টাকা ছড়িয়ে ভোটের মাঠের পরিবেশ নষ্ট করা হচ্ছে। যাদেরকে দেওয়া হচ্ছে তাদের অনেকেই বাধ্য হয়ে নিচ্ছেন টাকা। না নিলে নৌকার বিরোধী বলে চিহ্নিত করা হচ্ছে।’ স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রুপন তার প্রধান নির্বাচনী কার্যালয়ে অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থী বহিরাগত নগরীতে এনে রেখেছেন। কালো টাকার ছড়াছড়ি চালাচ্ছেন। ইতোমধ্যে বিভিন্ন এলাকা, বস্তিতে টাকার বিনিময়ে ভোট কেনার চেষ্টা করছেন। এর অসংখ্য প্রামণ, ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে।’ অন্যদিকে এসব অভিযোগ অস্বিকার করে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেন, ‘আমি মনে করি এই অভিযোগটা সম্পূর্ণ ঠিক না। বরিশাল একটা বিভাগ, এখানে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে। এখানে প্রশাসনিক কিছু তৎপরতা তো থাকতেই পারে। এইটা স্বাভাবিক। আমাদের বিরুদ্ধে কারও অভিযোগ থাকতেই পারে কিন্তু সেটি দায়িত্বশীলরা দেখুক তদন্ত করে।’এদিকে এ সিটির নির্বাচনে ৩০টি ওয়ার্ডে ১২৬টি কেন্দ্রের ৮৯৪ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন। ভোট পর্যবেক্ষণে ১১৪৬টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চার হাজার ৪০০ পুলিশ, আনসার, এপিবিএন, র‍্যাব দায়িত্ব পালন করবেন। এছাড়া ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। সুষ্ঠুভাবে ভোটগ্রহণের লক্ষে সকল প্রস্তুতির কথা জানিয়ে রির্টানিং কর্মর্তারা হুমায়ুন কবির বলেন, ‘ইতিমধ্যে সকল কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা সহ সকল সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। আমরা সকলের সহযোগিতায় একটি শান্তিপূর্ণ নিরপেক্ষ ভোট করতে পারবো বলে আশাবাদী।’ বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম বলেন,’বরিশাল সিটি নির্বাচনে কোন প্রার্থীকে আমরা চিনি না, আমরা চিনি সাধারণ মানুষকে। তারা যাকে খুশি তাকে ভোট দিবেন। এই নির্বাচনে কোন ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।’ বরিশাল সিটিতে মেয়র পদে সাত জন, ১১৮ জন সাধারণ ও ৪২ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী অংশ নিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD