বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাবুগঞ্জে রাতে শীতার্তদের মাঝে কম্বল নিয়ে হাজির ইউএনও বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় মামলা দায়ের বাবুগঞ্জে জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা: নারীসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত আমরা প্রতিশোধ মূলক কোনো কাজ করব না-জয়নুল আবেদীন বাবুগঞ্জে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রদর্শনীর বীজ ও উপকরণ বিতরণ বরিশালে এনএসআই’র তথ্যের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান: মানহীন মিষ্টি–আইসক্রিম কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে অসহায়-হতদরিদ্র পরিবার উপহার পেল ’স্বপ্নকুঞ্জ’ বাবুগঞ্জে বেপরোয়া কিশোরগ্যাং: কলেজ ছাত্রকে মারধরের পর ফেসবুকে পোস্ট বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে উৎসাহ—জনসমর্থনে এগিয়ে অ্যাড. জয়নুল আবেদীন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ
বরিশাল বিভাগে নূরানী ৩য় শ্রেণীর সমাপনী পরীক্ষার ফল প্রকাশ

বরিশাল বিভাগে নূরানী ৩য় শ্রেণীর সমাপনী পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক :

নূরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশ, বরিশাল বিভাগের ৩য় শ্রেণীর সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল বরিশাল নগরীর বসুন্ধরা হাউজিং এর তাজকাঠি এলাকায় স্থাপিত বরিশাল নূরানী মুয়াল্লিম প্রশিক্ষন কেন্দ্রে এ ফলাফল প্রকাশিত হয়। এসময় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নূরানী তালিমুল কুরআন বোর্ড, বরিশাল ও নূরানী মুয়াল্লিম প্রশিক্ষন কেন্দ্রের পরিচালক আলহাজ্ব মাওলানা আব্দুল কাদের হোসনাবাদী। তার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন নূরানী তালিমুল কুরআন বোর্ড, বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা কালিমুল্লাহ জামিল হোসাইন কাশেমী। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের মহাসচিব আলহাজ্ব মাওলানা ইসমাইল বেলায়েত হোসাইন। এছাড়াও বক্তব্য রাখেন বরিশাল নূরানী মুয়াল্লিম প্রশিক্ষন কেন্দ্রের সহকারী পরিচালক আলহাজ্ব মাওলানা সাইফুল ইসলাম, বরিশাল নূরানী তালিমুল কুরআন বোর্ডের উজিরপুর উপজেলার জিম্মাদার মাওঃ হাবিবুর রহমান, পটুয়াখালী জেলার জিম্মাদার আলহাজ্ব মাওঃ আবু তাহের, মাস্টার রেদওয়ান, মাওলানা মহাসিন প্রমুখ। এর আগে বরিশাল বোর্ডের কর্মকর্তারা কেন্দ্রীয় কর্মকর্তাদের কাছে পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন। জানা গেছে, চলতি বছরে নূরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশ, বরিশাল বিভাগের ৩৮৯টি মাদ্রাসা থেকে ৫ হাজার ৮০১ জন শিক্ষার্থী ৩য় শ্রেণীর সমাপনী পরীক্ষায় অংশ নেয়। ১২৩ টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকৃত শিক্ষার্থীদের মধ্যে উত্তীর্ণ হয় ৫ হাজার ৪২৪ জন । এছাড়া জিপিএ-৫ প্রাপ্ত হয়েছে দুই হাজার ৬৩৫ শিক্ষার্থী। এ বিভাগের পাশের হার ৯৫. ২৯ শতাংশ। অনুষ্ঠানে প্রধান অতিথী আলহাজ্ব মাওলানা কালিমুল্লাহ জামিল হোসাইন কাশেমী বলেন, একটি শিশুর জীবন গঠনের ইসলামের সঠিক জ্ঞান নূরাণী বইয়ে উল্লেখ রয়েছে। তাই বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত সবটুকু যেন পাঠদান করানো হয়। কোন গাইড কিংবা নোট অনুসরন করা যাবে না। প্রথম থেকে ৩য় শ্রেনী পর্যন্ত যেন বইয়ে উল্লেখ করা প্রতিটি পাঠ থেকে তাদের যথাযথভাবে শিক্ষা দেয়া হয়। এসময় ফলাফল প্রকাশে শুকরিয়া আদায় ও নূরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রতিষ্ঠাতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এছাড়া নূরানী পরীক্ষার অংশ নেয়া ও উত্তীর্ণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন তিনি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নূরানী তালিমুল কুরআন বোর্ড, বাংলাদেশ বরিশাল বিভাগের পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা রফিউদ্দিন নজরুল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD