বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাবুগঞ্জে রাতে শীতার্তদের মাঝে কম্বল নিয়ে হাজির ইউএনও বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় মামলা দায়ের বাবুগঞ্জে জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা: নারীসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত আমরা প্রতিশোধ মূলক কোনো কাজ করব না-জয়নুল আবেদীন বাবুগঞ্জে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রদর্শনীর বীজ ও উপকরণ বিতরণ বরিশালে এনএসআই’র তথ্যের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান: মানহীন মিষ্টি–আইসক্রিম কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে অসহায়-হতদরিদ্র পরিবার উপহার পেল ’স্বপ্নকুঞ্জ’ বাবুগঞ্জে বেপরোয়া কিশোরগ্যাং: কলেজ ছাত্রকে মারধরের পর ফেসবুকে পোস্ট বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে উৎসাহ—জনসমর্থনে এগিয়ে অ্যাড. জয়নুল আবেদীন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ
অ্যাটলেটিকোকে হারিয়ে কোয়ার্টারে এক পা রিয়ালের

অ্যাটলেটিকোকে হারিয়ে কোয়ার্টারে এক পা রিয়ালের

ইতিহাসই ধরে রাখলো রিয়াল মাদ্রিদ। লা লিগায় অ্যাটলেটিকোর মুখোমুখি হলে পয়েন্ট হারানো তাদের যেন নিয়মিত অভ্যাস। হয় হারবে, না হয় কোনোমতে ড্র; কিন্তু উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হলে কোনো ছাড় নেই। অ্যাটলেটিকোর বিপক্ষে রিয়াল জিতবেই। গত একযুগে অন্তত দু’বার ফাইনালে মুখোমুখি হয়েছে তারা, দু’বারই জিতেছে রিয়াল মাদ্রিদ। যদিও দু’বারই তারা খেলেছে ভিন্ন কোনো ভেন্যুতে। এবার আর ফাইনাল নয়, মাদ্রিদের দুই জায়ান্ট রিয়াল এবং অ্যাটলেটিকো মুখোমুখি শেষ ষোলোয়। প্রথম লেগ রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। কিন্তু সেই আগের মতোই, চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের নার্ভ ধরে রাখার কাজটি করলো রিয়াল ফুটবলাররা। ঘরের মাঠে অ্যাটলেটিকোকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়েই রাখলো তারা। চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো এবং মরক্কান তারকা ব্রাহিম দিয়াজ। অ্যাটলেটিকোর হয়ে একটি গোল পরিশোধ করেন আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ। রিয়াল আর অ্যাটলেটিকো- মাদ্রিদ ডার্বিতে জমজমাট লড়াই। এমন একটি ম্যাচ মিস করতে চায় না কেউই। যার ফলে বার্নাব্যু কানায় কানায় ভরে উঠেছিলো। ৭৭ হাজারের বেশি দর্শক উপস্থিত হয়েছিলো গ্যালারিতে। এমন কঠিন লড়াইয়ের শুরুতেই রিয়াল এগিয়ে গিয়েছিলো রদ্রিগোর গোলে। ৪র্থ মিনিটেই দারুণ এক শটে অ্যাটলেটিকোর জাল খুঁজে নেন তিনি। গোল হজম করার পর ধীরে ধীরে ম্যাচে ফিরে আসার চেষ্টা করে অ্যাটলেটি। যার ফলস্বরূপ ৩২তম মিনিটে দুর্দান্ত এক স্ট্রাইকে রিয়ালের জাল কাঁপিয়ে দেন হুলিয়ান আলভারেজ। সমতায় ফেরে অ্যাটলেটি ৫৫ মিনিটে রিয়ালকে জয় এনে দেয়া দুর্দান্ত গোলটি করেন ব্রাহিম দিয়াজ। দারুণ এক ম্যাজিকে অ্যাটলেটিকোর গোলরক্ষক ইয়ান ও’ব্ল্যাককে ফাঁকি দিয়ে ছোট্ট একটি কোন দিয়ে অ্যাটলেটিকোর জালে বল জড়িয়ে দেন তিনি। ম্যাচের পর স্প্যানিশ টিভি স্টেশন মোভিস্টার প্লাসকে বলেন, ‘আমি মনে করি পুরো ম্যাচে আমরা দারুণ ভারসাম্য রক্ষা করে খেলতে পেরেছিলাম। শুধু তারা যখন গোল করেছিলো, তখন আমাদের মনযোগে কিছুটা বিচ্যুতি ঘটেছিল; কিন্তু আমাদের হাতে যে সব প্রতিভা আছে, আমরা আরও অনেক গোল পেতে পারতাম এবং সে অনুযায়ী আমরা খেলেও গেছি।’ তবে ম্যাচের ফল নিয়ে খুব বেশি চিন্তিত নন অ্যাটলেটিকো কোচ দিয়েগো সিমিওনে। তিনি বলেন, ‘এটা খুবই ভালো একটি ম্যাচ ছিল। ফলটাও ভালো। আমরা চেয়েছিলাম, হয় জয় না হয় ড্র। আমি মনে করি, দল খুব ভালো লড়াই করেছে। মাত্র দুই গোর হজম করেছে। আমরা এখন ফিরতি লেগ নিয়ে চিন্তা শুরু করছি। আশা করি পরের লেগে ঘাটতি পুষিয়ে নিতে পারবো।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD