বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকাল ৩টায় শুরু হবে ম্যাচটি। এর আগে টস ভাগ্য হেসেছে নিউজিল্যান্ডের পক্ষে। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো ম্যাচে হারেনি ভারত। চ্যাম্পিয়নস ট্রফির গত দুই আসরেও ফাইনাল খেলে ভারতীয়রা। এর আগে ২০১৭ ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জেতে পাকিস্তান। তার আগে ২০১৩ তে ইংল্যান্ডকে হারিয়ে ভারত জেতে দ্বিতীয় চ্যাম্পিয়নস ট্রফি শিরোপা।
এখন পর্যন্ত বৈশ্বিক আসরের ফাইনালে নিউজিল্যান্ডকে কখনও হারাতে পারেনি ভারত। ২০০০ সালে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে সৌরভ গাঙ্গুলির ভারতকে হারিয়ে শিরোপা জেতে স্টিফেন ফ্লেমিংয়ের নিউজিল্যান্ড। ২০২১ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নসশিপে কিউইদের কাছে হারে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। আজ ভারতীয়দের সামনে সুযোগ প্রতিশোধের। যদিও দুবাইয়ে একই মাঠে গ্রুপ পর্বেও খেলে দুইদল। সেই ম্যাচে ভারত জেতে ৪৪ রানে।
নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম, মিচেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, উইল ও’রুর্ক, নাথান স্মিথ।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী।