বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
এমআরটি পুলিশের সদস্যদের মারধরের প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন মেট্রোরেলের কর্মীরা। এতে সোমবার সকাল থেকে একক যাত্রার টিকেট দেওয়া বন্ধ আছে, কেবল র্যাপিড পাস আছে- এমন যাত্রীরা যাতায়াত করতে পারছেন। ফলে মেট্রোরেল চলাচল করলেও ভোগান্তিতে পড়েছেন অন্য যাত্রীরা।
রোববার বিকালে সচিবালয় স্টেশনে কর্মরত অফিসারদের মারধরের অভিযোগ করেছেন মেট্রোরেলের কর্মীরা। সোমবার সকাল ৭টায় ঢাকার মিরপুর-১০ নম্বর মেট্রোরেল স্টেশনে গিয়ে দেখা যায়, মেট্রোরেল স্টেশনে ওঠার সিঁড়ি এবং চলন্ত সিঁড়ির কলাপসিবল গেইট বন্ধ।
এতে একটি বিজ্ঞপ্তি টানিয়ে দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, “সাময়িকভাবে মেট্রোরেল চলাচল বন্ধ আছে। যাত্রীদের অসুবিধার জন্য দুঃখিত।”
এমনিতে প্রতিদিন সকাল ৭টায় ওই গেইট খোলা হয়। বেলা ৭টা ২০ মিনিটে একজন নিরাপত্তাকর্মী এসে কলাপসিবল গেইট খুলে দেন। এ সময় বাইরে কয়েকজন যাত্রী অপেক্ষমান ছিলেন। গেইট খুলে দিয়ে সজীব নামের ওই নিরাপত্তাকর্মী বলেন, “যাদের র্যাপিড পাস আছে তারা যেতে পারবেন। সিঙ্গেল টিকেট দেওয়া বন্ধ আছে।
ওই স্টেশনের কনকোর্স হলে গিয়ে দেখা গেছে, টিকেট কাউন্টার বন্ধ। সেখানে কোনো কর্মী নেই।