বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
বাংলাদেশ-ভারত সীমান্তে উত্তেজনার সৃষ্টি হয়েছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম এলাকায়। সেখানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি বসানোর চেষ্টা করে। তবে বিজিবির কঠোর প্রতিবাদের মুখে বিএসএফ সদস্যরা সেখান থেকে সরে যেতে বাধ্য হয়।
সোমবার (১৭ মার্চ) সকালে দহগ্রাম সর্দারপাড়া এলাকায় (প্রধান ডিএএমপি পিলার ৪২ বাই ৪৮ নং উপপিলার) শূন্যরেখায় বেআইনিভাবে লোহার খুঁটি স্থাপন শুরু করে বিএসএফ। ভারতের পশ্চিমবঙ্গ বিএসএফের ৬ ব্যাটালিয়নের অরুণ ক্যাম্পের সদস্যদের সহায়তায় এই বেড়া নির্মাণ করা হচ্ছিল। তবে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিজিবি প্রতিবাদ জানালে বিএসএফ সদস্যরা সেখান থেকে সরে যায়। এ ঘটনায় সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বিজিবির রংপুর ৫১ ব্যাটালিয়নের পানবাড়ী কোম্পানির কমান্ডার সুবেদার লুৎফর রহমান জানান, বিএসএফের এই বেআইনি কার্যক্রমের কড়া প্রতিবাদ জানানো হয়েছে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে যাতে ভবিষ্যতে এমন কোনো ঘটনা পুনরায় না ঘটে।
সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজিবির কঠোর অবস্থানের ফলে বিএসএফ পিছু হটলেও, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।