বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাবুগঞ্জে রাতে শীতার্তদের মাঝে কম্বল নিয়ে হাজির ইউএনও বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় মামলা দায়ের বাবুগঞ্জে জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা: নারীসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত আমরা প্রতিশোধ মূলক কোনো কাজ করব না-জয়নুল আবেদীন বাবুগঞ্জে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রদর্শনীর বীজ ও উপকরণ বিতরণ বরিশালে এনএসআই’র তথ্যের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান: মানহীন মিষ্টি–আইসক্রিম কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে অসহায়-হতদরিদ্র পরিবার উপহার পেল ’স্বপ্নকুঞ্জ’ বাবুগঞ্জে বেপরোয়া কিশোরগ্যাং: কলেজ ছাত্রকে মারধরের পর ফেসবুকে পোস্ট বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে উৎসাহ—জনসমর্থনে এগিয়ে অ্যাড. জয়নুল আবেদীন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ
আমার প্রেমিকা ক্যাটরিনার চেয়েও সুন্দরী: আমির খান

আমার প্রেমিকা ক্যাটরিনার চেয়েও সুন্দরী: আমির খান

ছবি : আমির খান ও তার বর্তমান প্রেমিকা গৌরী

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান ৬০ বছর পূর্ণ করেছেন। আর নিজের জন্মদিনের উৎসবে এক ঘোষণায় জানিয়ে দিলেন, প্রেমে পড়ার কোনো নির্দিষ্ট বয়স নেই।

সেদিন নিজের নতুন প্রেম প্রকাশ্যে আনেন আমির। ‘থ্রি ইডিয়টস’ খ্যাত অভিনেতার নতুন প্রেমিকার নাম গৌরী স্প্র্যাট। নতুন প্রেমিকার পরিচয় এভাবে দিলেন আমির, ‘আমার প্রেমিকা ক্যাটরিনা কাইফের চেয়েও সুন্দরী। ওর সঙ্গে থাকলেই মনে হয়, আমি যেন ঘরেই আছি। ’

 

আমির জানিয়েছেন, গৌরীর সঙ্গে পরিচয় নতুন নয়। বেঙ্গালুরুর বাসিন্দা গৌরীর সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল ২৫ বছর আগে। তার পরে আর কোনো যোগাযোগ ছিল না। আবার দু’বছর আগে ফের দেখা হয়। এরপর এক হওয়া। বর্তমানে মুম্বাইয়ে একসঙ্গে থাকছেন তারা।

 

আমির আরও জানিয়েছেন, গৌরীর একটি ৬ বছর বয়সী ছেলে আছে। প্রেমিকার জন্য নতুন করে গানের প্রশিক্ষণ নেওয়া শুরু করেছেন তিনি। মিস্টার পারফেকশনিস্টের কথায় ও আচরণে স্পষ্ট, তিনি এখন গৌরী স্প্র্যাটের প্রেমে হাবুডুবু খাচ্ছেন।

 

জানা গেছে, গৌরী আপাতত আমিরের প্রযোজনা সংস্থাতেই কাজ করছেন।পরিবারের সঙ্গে গৌরীর পরিচয় করিয়ে দিয়েছেন আমির। প্রথম পক্ষের সন্তান জুনায়েদ ও ইরার সঙ্গেও দেখা হয়েছে তার। দুই সন্তানই নাকি গৌরীকে নিয়ে খুব খুশি।

 

উল্লেখ্য, একসময়ে রিনা দত্তকে বাড়ির অমতে বিয়ে করেছিলেন আমির খান। প্রেমের জন্য হাত কেটে রক্ত দিয়ে চিঠিও লিখেছিলেন তিনি। রিনার সঙ্গে দীর্ঘ দিনের সংসার এ বলিউড অভিনেতার। তারপর বিচ্ছেদের পথে হাঁটেন তারা। এর পরেই অভিনেতার জীবনে আসেন কিরণ দত্ত। বিয়ে করেন তারা। ২০২১ সালে ফের বিচ্ছেদের পথে হাঁটেন আমির। গত দেড় বছর ধরে গৌরীর সঙ্গে সম্পর্কে রয়েছেন মিস্টার পারফেকশনিস্ট।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD