রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাকেরগঞ্জে অসহায়-হতদরিদ্র পরিবার উপহার পেল ’স্বপ্নকুঞ্জ’ বাবুগঞ্জে বেপরোয়া কিশোরগ্যাং: কলেজ ছাত্রকে মারধরের পর ফেসবুকে পোস্ট বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে উৎসাহ—জনসমর্থনে এগিয়ে অ্যাড. জয়নুল আবেদীন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ বরিশাল-স্বরূপকাঠি সড়কে বাস–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ৫ স্বদেশের মাটিতে ফিরল ভারতে পাচারের শিকার ৩০ শিশু-কিশোর রবিউল হত্যা:  ২১ জন আসামি, গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ জামাতের ৩০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান উজিরপুরে বসতঘরে অগ্নিকাণ্ড: সালাম মোল্লার বাড়ি অল্পের জন্য রক্ষা পেলেও পাকঘর পুড়ে ছাই জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাবুগঞ্জ বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা
ঘোড়াঘাটে ধর্ষণচেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার

ঘোড়াঘাটে ধর্ষণচেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাটে আদিবাসী এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুল খালেক (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ মার্চ) পৌরশহরের শ্যামপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওই ব্যক্তিকে ধর্ষণচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এ ঘটনায় আব্দুল খালেকের বিরুদ্ধে থানায় ওই নারী নিজে বাদী হয়ে বিকাল ৫ টার দিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেছেন। ওই মামলায় আব্দুল খালেককে বিকালেই গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।অভিযুক্ত আব্দুল খালেক পৌরশহরের ৭ নং ওয়ার্ডের শ্যামপুর এলাকায় বাসিন্দা।

 

মামলার নথি থেকে জানা যায়, সোমবার সকালে ওই নারী ও তাঁর স্বামী তাঁদের গ্রামের পাশে ভুট্টা ক্ষেত সংলগ্ন ইউক্লিপটাস বাগানে রান্নার জন্য পাতা ও খড়ি কুড়াতে যান। এ সময় ওই নারী বাগানে গাছের পাতা কুড়াচ্ছিলেন। একই সময় পাশেই অদূরে তাঁর স্বামী শুকনো খড়ি সংগ্রহ করছিলেন। এ সময় প্রতিবেশী আবদুল খালেক ওই গৃহবধূকে একা পেয়ে তাঁকে পেছন থেকে জাপটে ধরে পাশের ভ‚ট্টা ক্ষেতের ভেতরে নিয়ে যান। পরে, সেখানে তাঁকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই গৃহবধূর চিৎকারে তাঁর স্বামী ও আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় আবদুল খালেক ভুট্টা ক্ষেতের ভেতর দিয়ে পালানোর চেষ্টা করলে গ্রামবাসী তাঁকে আটক করেন।

স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে স্থানীয়রা অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।

 

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, সোমবার সকালে এক আদিবাসী গৃহবধূকে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটেছে। পরে, বিকেলে ওই ভুক্তভোগী গৃহবধূ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। আটক আবদুল খালেককে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আসামিকে আজ মঙ্গলবার সকালে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD