বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ হামলায় স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য সালাহ আল-বারদাউইল নিহত হয়েছেন। তার সঙ্গে তার স্ত্রীও প্রাণ হারিয়েছেন। গাজার খান ইউনিস এলাকায় ইসরায়েলি বাহিনীর চালানো বিমান হামলায় তারা নিহত হয়েছেন।
শনিবার (২৩ মার্চ) গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে এই হামলা চালানো হয়। ইসরায়েল দাবি করেছে, হামাস যোদ্ধাদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। তবে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে, যেখানে নারী ও শিশুরাও নিরাপদ নয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি হামলায় শুধু গত কয়েক ঘণ্টায় বহু সাধারণ মানুষ হতাহত হয়েছেন। খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় একটি তাঁবুতে হামলায় সালাহ আল-বারদাউইল ও তার স্ত্রী নিহত হন। এছাড়া একই শহরের বিভিন্ন স্থানে চালানো হামলায় আরও বেশ কয়েকজন নিহত হন।
আল জাজিরার রিপোর্টার তারেক আবু আযম জানিয়েছেন, গাজার বিভিন্ন এলাকায় ড্রোন হামলা ও বিমান হামলা তীব্র আকার ধারণ করেছে। হাসপাতাল, স্কুল ও মসজিদের মতো স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ইসরায়েলি বাহিনী। গাজার রাফাহ ও বেইত হানুনে ইসরায়েলি বাহিনীর অগ্রসর হওয়ার খবর পাওয়া গেলেও হামাস যোদ্ধাদের সঙ্গে বড় ধরনের সংঘর্ষ এখনো হয়নি।
গাজায় ইসরায়েলি হামলা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। মানবাধিকার সংস্থাগুলো যুদ্ধবিরতির আহ্বান জানালেও ইসরায়েল তার সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তথ্যসূত্র : আল জাজিরা