রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন
বাবুগঞ্জ ঈশ্বর নারায়ণ মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে উৎসবমুখর পরিবেশ
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঈশ্বর নারায়ণ মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
গত ২৬ অক্টোবর ২০২৫ ইং (রবিবার) বিকাল ৪টা পর্যন্ত অভিভাবক সদস্য (পুরুষ) পদে ৭টি মনোনয়নপত্র বিতরণ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
অভিভাবক সদস্য (মহিলা) পদে বিতরণ করা হয় ১টি মনোনয়নপত্র, এবং তাতে ১ জন মহিলা প্রার্থী মনোনয়ন দাখিল করেন।
যেহেতু নির্ধারিত আসনের সমানসংখ্যক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাই এ পদে আর নির্বাচন অনুষ্ঠিত হবে না। ফলে বিদ্যালয়জুড়ে এখন এক ধরনের স্বস্তি ও উৎসবের আমেজ বিরাজ করছে।
তবে স্থানীয় কিছু কুচক্রী মহল নির্বাচনী প্রক্রিয়া নিয়ে অযথা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে অভিভাবকদের অভিযোগ। সচেতন মহল জানিয়েছেন, এসব মহল বিদ্যালয়ের পরিবেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হলেও, প্রকৃত অভিভাবকরা ঐক্যবদ্ধ থেকে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা অব্যাহত রাখবেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, ম্যানেজিং কমিটি গঠনের সকল প্রক্রিয়া সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
#####