রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন
বাবুগঞ্জ বায়লাখালি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত
শফিকুল ইসলাম //
বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বায়লাখালি মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, মোট ভোটার সংখ্যা ৩০১ জন। এর মধ্যে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪টি অভিভাবক সদস্য পদে। তবে নারী অভিভাবক সদস্য পদে সাথী আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ভোটগ্রহণ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে। সকাল থেকেই ভোটারদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের উপস্থিতিতে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
ফলাফল ঘোষণার পর বিজয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।এতে বাবুগঞ্জ উপজেলা যুবদলের সদস্য ও চাদপাশা ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক মো: মাসুম সিকদার ১৪৭ ভোট পেয়ে বিজয় লাভ করেন,
মো: আনিসুর রহমান ১০৪ ভোট,মো: মুছা,৯২
মো: রফিকুল ইসলাম ৯৬,হুমায়ুন কবির,১২৬ পান
বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
উল্লেখ্য, বিদ্যালয়ের পরিচালনা কমিটিতে ৪ জন অভিভাবক সদস্য, ১ জন শিক্ষক প্রতিনিধি, ১ জন দাতা সদস্য এবং প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।