বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
বরিশাল-স্বরূপকাঠি সড়কে বাস–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ৫
নিজস্ব প্রতিবেদক:
বরিশাল মহানগরীর এয়ারপোর্ট থানাধীন মাধবপাশা ইউনিয়নের গজালিয়া গ্রামে মানিক মেম্বারের বাড়ির সামনে আজ বুধবার (২০ নভেম্বর ২০২৫) সন্ধ্যা প্রায় ৫টা ১০ মিনিটে বরিশাল–স্বরূপকাঠি সড়কে একটি লোকাল বাস ও একটি হলুদ অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বরূপকাঠি থেকে আসা যাত্রীবাহী লোকাল বাসটি (নম্বর অজ্ঞাত) দ্রুতগতিতে আসার সময় বিপরীত দিক থেকে ঘড়ি আর পাট এলাকা থেকে আসা অটোরিকশাটির সঙ্গে তীব্র সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পর লোকাল বাসটি দ্রুত স্থান ত্যাগ করে। তবে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক বলে জানিয়েছে পুলিশ।
আহতদের পরিচয় এখনো জানা যায়নি।