বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন
বরিশালে এনএসআই’র তথ্যের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান: মানহীন মিষ্টি–আইসক্রিম কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা
বরিশাল প্রতিনিধি:
জেলা এনএসআই বরিশাল কার্যালয়ের তথ্যের ভিত্তিতে ভেজাল খাদ্যের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে বরিশাল জেলা প্রশাসন ও বিএসটিআই নগরীর দুটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা অর্থদণ্ড করেছে। অভিযানে জব্দ ও ধ্বংস করা হয়েছে প্রায় ৭–৮ হাজার পিস আইসক্রিম ও মানহীন মিষ্টি।
আজ দুপুর ১২:০০টা থেকে ১:৩০টা পর্যন্ত নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের বিপরীতে মুসলিম পাড়ায় অবস্থিত অর্পিতা গৌরনদী মিষ্টান্ন ভাণ্ডার কারখানায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় মানহীন ও ক্ষতিকর রং মিশ্রিত মিষ্টি তৈরি, অস্বাস্থ্যকর পরিবেশ এবং কারখানার ভেতরেই শৌচাগার স্থাপনের মতো গুরুতর অসঙ্গতি পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৬০,০০০ টাকা জরিমানা করা হয়।
পরে দুপুর ২:০০টা থেকে ৩:১০টা পর্যন্ত নগরীর ৬ নং ওয়ার্ডের নিউ সদর রোডে অবস্থিত মারুফ সুপার স্পেশাল আইসক্রিম কারখানায় অভিযান পরিচালিত হয়।
সেখানে অনুমোদনহীন ও বিষাক্ত রং মিশ্রিত আইসক্রিম উৎপাদনের প্রমাণ মেলায় প্রতিষ্ঠানটিকে ১০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
উল্লেখ্য, ভেজাল খাদ্য উৎপাদন রোধে জেলা এনএসআই বরিশাল কার্যালয় দীর্ঘদিন ধরে দুটি প্রতিষ্ঠানে গোপন নজরদারি চালায় এবং ক্রেতার ছদ্মবেশে পণ্য সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে খাবারের নিম্নমান নিশ্চিত করে। পরবর্তীতে জেলা প্রশাসন ও বিএসটিআই যৌথভাবে অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাফিনুর রহমান আকন্দ।
ভেজাল প্রতিরোধে এনএসআই ও প্রশাসনের এই তৎপরতাকে নগরবাসী আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে।