বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন
বাবুগঞ্জে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রদর্শনীর বীজ ও উপকরণ বিতরণ
শফিকুল ইসলাম, বাবুগঞ্জ //
রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাবুগঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি সহায়তায় প্রদর্শনীর বিভিন্ন বীজ ও কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। ২০২৫–২৬ অর্থবছরের রাজস্ব খাত থেকে সরিষা, সূর্যমুখী, খেসারি, মসুর, মুগ, চিনাবাদাম, সয়াবিনসহ বিভিন্ন বীজ এবং বোরো ধান উৎপাদন বৃদ্ধির উপকরণ সরবরাহ করা হয়।
সোমবার (৯ ডিসেম্বর ) সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অতিথিরা। উদ্বোধন শেষে তারা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রউফ।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম সিকদার, উপপরিচালক কৃষিবিদ মোসাম্মৎ মরিয়ম, অতিরিক্ত উপপরিচালক (পিপি) মোঃ মামুনুর রহমান। এছাড়া উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আতিকুল রহমান সুমন, নুরুন্নাহার বেগম, রফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় কৃষি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমবে এবং রবি মৌসুমে বিভিন্ন ফসলের উৎপাদন বাড়বে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।